শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রেজাউল কবির দীপু এবং সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আল আমিন সম্রাট স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
৪৫ সদস্য বিশিষ্ট সিলেট জেলা কমিটির আহ্বায়ক হলেন সাজ্জাদুল ইসলাম শাকিল এবং সদস্য সচিব হলেন সেজু রহমান। অন্যদিকে ৩৩ সদস্য বিশিষ্ট মহানগর কমিটির আহ্বায়ক হলেন, এখলাছুর রহমান আখলিছ এবং সদস্য সচিব হলেন শাহ আকবর শাহান শাহ।
জেলা কমিটির উপদেষ্টা হলেন, আব্দুল কাদির সমছু, পারভেজ আহমদ চৌধুরী ও ফয়সাল আহমেদ চৌধুরী। জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন, আবু মুহিম আজাদ ও সাবুল আহমদ। যুগ্ম আহ্বায়করা হলেন, সজীব সুমন, আলমাস আহমেদ, জাকির হোসেন, মনসুর আহমদ শাপলু, বাবলু বখত, ইমাম ফেরদৌস ডালিম, সুমন আহমদ রনি, আফজল আহমদ, নোমান আহমদ, আবুল কাশেম, শিপু আহমদ ও মোঃ মাহমুদ হোসেন আরিফ। সিনিয়র সদস্য সচিব হলেন মোঃ সুন্দর আলী। সদস্যরা হলেন, জাকারিয়া আহমদ পাপলু, শ্রী দিপংকর দাস, ইমাম উদ্দিন, রাসেল আহমদ, জোবায়েল আহমদ, শাহিন আহমেদ, মোঃ সোলেমান আহমদ, শাহিদ আহমদ, আমজদ আলী, আতাউর রহমান, আব্দুর রহিম জালাল, নূর মোহাম্মদ, জয়নুল আহমদ, হাবিবুর রহমান, আব্দুস সালাম, আব্দুল আহাদ, আব্দুর রহমান, আশিক মিয়া, রুবেল আহমদ, এবাদ আলী, শাহিন মিয়া, তাজুল ইসলাম, মিজানুর রহমান মিজান, জাকির হোসেন, মাহদী, ছোটন আহমদ মুন্না ও আব্দুর রহিম জালাল।
অন্যদিকে সিলেট মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন, মজনু আহমদ, হাবিব আহমদ রুয়েল ও ফজল বক্স। যুগ্ম আহ্বায়ক হলেন, লুৎফর রহমান, জাকির হোসেন, শিমুল আহমদ, তানজিল আহমদ, মুশারফ হোসেন, রাজন আহমদ ধন মিয়া ও ইমন আহমদ। সিনিয়র সদস্য সচিব হলেন, মারুফ আহমদ। সিনিয়র সদস্য লিমন দেব নাথ ও জালালী দুলাল। সদস্যরা হলেন, শামীম আহমদ, আব্দুল মতিন, নাঈম আহমদ, জাফর আহমদ, আব্বাসুর রহমান, আজাদ রুকু, সাহেদ মিয়া, রাসেল আহমদ, পারেছ আহমদ, আব্দুল মতিন, আব্দুর রহমান আলেখ, মিজানুর রহমান, আমিনুর রহমান, খসরুজ্জামান, আবুল কাশেম, ফাহিম আহমদ, তপু আহমদ তউকির ও মুরছালিন আহমদ।