জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সবক প্রদান ও নবীণ বরণ অনুষ্টান সম্পন্ন

আমরার সিলেট
প্রকাশিত September 16, 2025
জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সবক প্রদান ও নবীণ বরণ অনুষ্টান সম্পন্ন

অধ্যক্ষ্য কবি কালাম আজাদ বলেছেন, যেকোন শিক্ষা অর্জনের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। বিশেষ করে ধর্মীয় জ্ঞান আহরণের জন্য কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই। তাই শিক্ষার্থীদেরকে জীবনের লক্ষ্য নির্ধারণ করে বেশি করে পড়াশোনা করতে হবে। তবেই নির্দিষ্টি  লক্ষ্যে পৌছা সম্ভব। তিনি গতকাল সোমবার দক্ষিণ সুরমার প্রাচীনতম দ্বীনি বিদ্যাপঠি জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষ ও ফাজিল ১ম বর্ষের সবক প্রদান ও নবীণ বরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ইমদাদুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলনা জ. উ ম আব্দুল মুনঈম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন, জালালপুর কিন্ডারগার্টেনের পরিচালক বদরুল ইসলাম জয়দু, সমাজসেবী শহিদুর রহমান শাহিন, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, সাংবাদিক খালেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি