বিয়ানিবাজার উপজেলার চারখাই ইউনিয়নের লয়লা হাফিজিয়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ১২ জানুয়ারি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবিকতা ও সমাজকল্যাণে নিবেদিত সংগঠন ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশন এ কর্মসূচিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সমাজসেবী আফতাব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ড প্রবাসী সমাজসেবক আলহাজ্ব শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহেনা আক্তার হেনা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
প্রধান অতিথির বক্তব্যে আফতাব চৌধুরী বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং মানুষকে সহমর্মিতার পথে এগিয়ে নিতে অনুপ্রাণিত করে। অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্দ ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উপস্থিত এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানান। বিজ্ঞপ্তি