মোগলাবাজারে মাওলানা লোকমান আহমদের নির্বাচনী মতবিনিময় সভা

আমরার সিলেট
প্রকাশিত October 26, 2025
মোগলাবাজারে মাওলানা লোকমান আহমদের নির্বাচনী মতবিনিময় সভা

সিলেট ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন, আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের জনগণ কাঙ্কিত উন্নয়নের সুফল ভোগ করবে। তিনি রোববার দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডে পৃথক নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বেলন, আমরা মানুষের পাশে থাকতে চাই। জনপ্রতিনিধিদেরকে জনগেণের নিকট জবাবদিহিতার কালচার প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামী তাই করতে চায়। মাওলানা লোকমান বলেন,আওয়ামী ফ্যাসিবাদের হাজারো আঘাতেও জামায়াতে ইসলামীর কর্মিরা রাজপথে দাড়িয়ে আছে। জামায়াতের শীর্ষ নেতাদের ফাসিঁ দিয়েও থামানো যায়নি এ দলের কর্মীদের। জুলুম নিযাতন সহ্য করেই জামায়াত আজ এই অবস্থানে এসেছে। ৩ নং ওয়ার্ডে হাজী মোঃ আব্দুল খালিকের সভাপতিত্বে এবং ফরহাদুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন। ৪ নং ওয়ার্ডে আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে এবং কাওছার আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন। আরো বক্তব্য দেন মোগলাবাজার ইউনিয়ন জামায়াতের আমীর কামরানুল ইসলাম অপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি