FIVDB WLCRP-এর উদ্যোগে এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের খাগাইল গ্রামে মঙ্গলবার সকালে “জলবায়ু সংবেদনশীল মডেল গ্রামে উত্তম অনুশীলন বিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবদুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মালিক, উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ সোহেন মিয়া, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের রেজিলিয়েন্স অফিসার সোহেল রানা এবং FIVDB-এর পক্ষ থেকে প্রকল্প সমন্বয়কারী মোঃ জাকির হোসেন, জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার মজিবুর রহমান, ইউনিয়ন মোবিলাইজার সাবিকুন্নাহার ও প্রোগ্রাম মনিটর ইয়াছমিন খানম। এছাড়া খাগাইল গ্রামের প্রকল্পভুক্ত ৩০ জন মহিলা সদস্যও সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা কৃষি, প্রাণীসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সেবা গ্রহণে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।
প্রধান অতিথি মোঃ আবদুল মতিন বলেন, “নিজের প্রয়োজন ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করলেই উন্নয়ন হবে টেকসই।”