মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

আমরার সিলেট
প্রকাশিত September 16, 2025
মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর বেতের বাজার এলাকায় এ আয়োজন করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম।
দোয়া মাহফিলে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা,নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ গুম হওয়া সকল নেতাকর্মীদের ফিরে পেতে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহ দপ্তর সম্পাদক জাহারা রুবিন, প্রচার সম্পাদক আমেনা বেগম, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলাদলের সভাপতি আফিয়া বেগম, সাধারণ সম্পাদক রাহেলা বেগম, ১১ নং ওয়ার্ড বিএনপির সদস্য নাসিমা বেগম,  মহিলাদলের সদস্য নেহার পপি, তাম্মি বেগম প্রমুখ।