সিলেট সদরে এফআইভিডিবি কর্তৃক স্কুলে লার্নিং শেয়ারিং ও ক্লোজিং মিটিং অনুষ্ঠিত

আমরার সিলেট
প্রকাশিত August 13, 2025
সিলেট সদরে এফআইভিডিবি কর্তৃক স্কুলে লার্নিং শেয়ারিং ও ক্লোজিং মিটিং অনুষ্ঠিত

শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলা সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সদর উপজেলার বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে “স্কুলের লার্নিং শেয়ারিং ও ক্লোজিং মিটিং।” অনুষ্ঠানটি পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও এফআইভিডিবি এর উদ্যোগে আয়োজন করা হয়। এতে বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ ও মইয়ারছর উচ্চ বিদ্যালয়ের স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ছাত্র পরিষদের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলার উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল। সভাপতিত্ব করেন বাদাঘাট মডেল স্কুলের অধ্যক্ষ আহমদ আলী। বিশেষ অতিথি ছিলেন মইয়ারছর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম। এছাড়া দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের প্রতিনিধি সোহেল রানা,

এফআইভিডিবি ডব্লিউএলসিআর প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, মনিটরিং ও ইভালুয়েশন অফিসার মজিবুর রহমান, ইউনিয়ন মোবিলাইজার শাহিদা আখতার এবং প্রোগ্রাম মনিটর ইয়াছমিন খানম উপস্থিত ছিলেন।

সভায় জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন এবং স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থী প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন ও তা প্রতিরোধের জন্য করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন। শিক্ষকরা প্রকল্পের সাফল্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের প্রতিনিধি সোহেল রানা বিদ্যালয় কর্তৃপক্ষকে গত তিন বছরের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলায় সহনশীলতা ও সক্ষমতা বজায় রাখার আশা প্রকাশ করেন। প্রধান অতিথি অভিজিৎ কুমার পাল বলেন, “জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে তা ছড়িয়ে দিতে হবে। নবায়নযোগ্য শক্তি ব্যবহার ও প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনায় পরিবেশ দূষণ প্রতিরোধ সম্ভব।”

সভাপতি আহমদ আলী শিক্ষার্থীদের সচেতনতা, নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং সভা সমাপ্তি ঘোষণা করেন।