সুনামগঞ্জে চিকিৎসকের উপর হামলায় সিলেট জেলা ড্যাব এর নিন্দা

আমরার সিলেট
প্রকাশিত July 24, 2025
সুনামগঞ্জে চিকিৎসকের উপর হামলায় সিলেট জেলা ড্যাব এর নিন্দা

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার আনিসা হেলথ কেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গত ২২ জুলাই ডাঃ গোলাম রব্বানী সোহাগ (৩০) নামক চিকিৎসকের উপর সন্ত্রাস কর্তৃক নৃশংস হামলা ও ছুরিকাঘাত করা হয়। উক্ত ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা এবং সর্বোচ্চ আইনী পদক্ষেপ নেয়ার জোর দাবী জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, সিলেট জেলার সভাপতি অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ সাকিব আব্দুল্লাহ চৌধুরী।

এক যৌথ বিবৃতীতে তারা বলেন একজন চিকিৎসকের ওপর এই ধরনের হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার হুমকী নয়, এটি পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি অবজ্ঞার শামিল। সিলেট জেলা ড্যাব নেতৃবৃনাদ এই নির্মম ন্যাক্কারজনক ঘটনায় দোষী সন্ত্রাসীদের দলমত নির্বিশেষে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক আইনী পদক্ষেপ নেয়ার উদাত্ত আহবান জানান। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জান-মালের নিরাপত্তায় আরো কঠোর ভূমিকা পালনে দাবি জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি