সারা দেশের ন্যায় সিলেটেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ড থেকে অংশ নিচ্ছে ৬৯ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৪৮২ জন কম। ২০২৪ সালে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষার্থী ছিলো ৮৩ হাজার ১৬৫ জন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৭ হাজার ৮৬৮ এবং ছাত্রী ৪১ হাজার ৮১৫। এবছর বিভাগভিত্তিক পরীক্ষার্থীর হিসাবে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৯৬৮, মানবিকে ৪৭ হাজার ৫৪২ ও ব্যবসায় শিক্ষায় ৯ হাজার ১৭১ জন পরীক্ষায় অংশ নেবে। এরআগে ২০২৩ সালেও পরীক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ৮৩ হাজার ১২৩ জন।
পরীক্ষার্থীর সংখ্যা কমলেও এবার বেড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। এবার ৩২২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার্থী কমে যাওয়া প্রসঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর মো. কবির আহমদ বলেন, ‘কারণ চিহ্নিত করে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। শুধু প্রশাসন নয়, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদেরও সচেতন হতে হবে।’
প্রসঙ্গত, গত বছর সিলেট বোর্ডে ৮৩,১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১,০১২ জন উত্তীর্ণ হয়েছিলেন। পাশের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ।